গত  ০৪/১২/১৬ ও ০৭/১২/১৬ ইং তারিখে ৭৬২ তম একটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশীপ ট্রেনিং এর পুর্বে প্রস্তুতিমুলক, প্রত্যাশা প্রতিশ্রুতি ও কার্যক্রম বিষয়ক যথাক্রমে ১ম ও ২য় কর্মশালা অনুষ্ঠিত হয়, সিলেট টুকের বাজার ইউনিয়ন পরিষদের হল রুমে।
কর্মশালা পরিচালনা করেন  ফেসিলিটেটর কামাল আলী গাজী।

This slideshow requires JavaScript.

কামাল উক্ত কর্মশালায় তরুণদের সামনে তুলে ধরেন , কিভাবে প্রত্যাশা ও প্রতিশ্রুতির সমন্বয় ঘটিয়ে নিজেদের সর্বোচ্চ বিকাশ ঘটানো যায়, কিভাবে সামাজিক পুজি সৃষ্টি করে, বিশ্বাস ভালোবাসা দ্বারা আদর্শ ও জীবনমান আবর্তিত করা যায়। আমাদের সামাজিক দায়বদ্ধতা কত টুকু এবং তা কিভাবে মিটানো যায়। ক্ষুধা- দারিদ্র্যমুক্ত আত্ননির্ভরশীল বাংলাদেশ গড়তে হলে ছাত্র-
ছাত্রীদের আত্নবিকাশ প্রয়োজন, প্রয়োজন এ ক্ষুধামুক্তির আন্দোলনে সবার বলিষ্ঠ পদক্ষেপ ও অবদান।

কর্মশালা আরো যারা পরিচালনা করেন, গাউসুল আলম শিপু, সহ সভাপতি , এম সি কলেজ ইউনিট,
অন্যান্য ইয়ুথ লিডারদের মধ্যে বক্তৃতা রাখেন, রুবেল আহমদ, সুহাদা আক্তার শিলা, সুলতানা আক্তার লিজা, সেলিম আহমদ , ফয়জুল ইসলাম ,প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *