“আসুন, সবাই মিলে শপথ করি, করোনাভাইরাসমুক্ত গ্রাম গড়ি” এই চেতনা দ্বারা অনুপ্রাণিত হয়ে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের রূপগামের ইয়ুথ লিডার নুসরাত সিদ্দীকা তিন স্তরবিশিষ্ট মাস্ক তৈরি ও বিতরণ করেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মাস্কের দাম এবং সহজলভ্যতা না থাকায় নিজেই মাস্ক তৈরির উদ্যোগ নেন তিনি। তাকে বরাবরই উৎসাহ যুগিয়েছেন এলাকার নারীনেত্রী বুলবুলি বেগম। তিনিও নুসরাতকে মাস্ক তৈরির কাজে সহায়তা করেন। ইয়ুথ এন্ডিং হাঙ্গারের স্থানীয় ইউনিটের সদস্য নুসরাতের তৈরি ২৭৫টি মাস্ক এপ্রিল সাসের তৃতীয় সপ্তাহে রাজশাহী জেলার পত্নিতলা উপজেলার দিবর ইউনিয়নের বাঁকরইল মাহলিপাড়া, পশ্চিমচাপড়া, দিবর আদিবাসীপাড়া, চাঁদপুর মিশন, রূপগ্রাম আদিবাসীপাড়ার আদিবাসী ও স্বল্পআয়ের মানুষদের মধ্যে বিতরণ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *