কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের একটি অনগ্রসর গ্রাম পাওতলী। করোনা পরিস্থিতির কারণে এ গ্রামের দিনমজুর, ভ্যান-রিক্সা চালক, ফুটপাতের ক্ষদ্র ব্যবসায়ী, ছাতা ও তালা মেরামতকারী প্রভৃতি পেশার মানুষেরা এখন কর্মহীন হয়ে পরিবারের সদস্যদের নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। গ্রামের এই প্রান্তিক পরিবারগুলিকে সহায়তা প্রদানের জন্য এলাকার অবস্থাসম্পন্ন এবং প্রবাসে কর্মরত স্বচ্ছল ব্যক্তিদের নিকট হতে স্থানীয় ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যরা গত মাসে প্রায় ৫১ হাজার টাকা সংগ্রহ করেন। সংগৃহীত অর্থ দিয়ে তারা গ্রামের সর্বাধিক সংকটে থাকা ৮৩টি পরিবারকে চিহ্নিত করে পরিবারপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি করে ডাল, আলু, এক কেজি করে পিঁয়াজ, আটা, মুড়ি, এক লিটার তেল এবং একটি করে সাবান বিতরণ করেন। ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাবেক ইউনিয়ন কোর্ডিনেটর মোঃ মোর্শেদ আলমের তত্ত্বাবধানে আজগরা ইউনিয়নের বর্তমান কমিটির যুগ্ম কোর্ডিনেটর খাদেমুল ইসলাম, সদস্য মিনহাজুল আবেদিন ও মোঃ শাওনের নেতৃত্বে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *