ইয়ূথ এন্ডিং হাঙ্গার -বাংলাদেশ কুমিল্লার আঞ্চলিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারী সোমবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক অফিস লাকসামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক জনাব জিল্লুর রহমান, ইয়ূথ মোবিলাইজেশন ইউনিটের জনাব Kalimullah Mashuk, ইয়ূথ এন্ডিং হাঙ্গার এর সাবেক ন্যাশনাল যুগ্ন কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ হানিফ এবং কুমিল্লা ও লক্ষীপুর জেলার ইয়্যুথ এন্ডিং হাঙ্গারের প্রতিনিধিরা। কুমিল্লা ও লক্ষীপুর জেলার ইয়ূথ এন্ডিং হাঙ্গারের প্রতিনিধিদের ভোটে ফোরাম প্রতিনিধি নির্বাচিত হয় Shadia Rahman Oyshe এবং সহকারী প্রতিনিধি নির্বাচিত হয় Rajib Hossain Raju

This slideshow requires JavaScript.

একই দিনে Borhanul Islam Emon কে সমন্বয়ক এবং Susmita Saha কে যুগ্ম সমন্বয়ক করে ২০১৮-২০১৯ ইং সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছে দপ্তর সম্পাদক Tamim Ruhul, কোষাধ্যক্ষ Sajib Mohajan, কর্মশালা সম্পাদক Ahåd Md Bukhåry, প্রতিযোগিতা সম্পাদক Joyshree Saha, প্রচার প্রকাশনা ও পাঠাগার সম্পাদক Sazzad Hossain Rasel, শিক্ষা, গবেষনা ও পাঠচক্র সম্পাদক Tamanna Tanu, বিশেষ দিবস পালন সম্পাদক Rabiul Hossain Robi, কার্যকরী সদস্য-০১ Nadeul Hassan এবং কার্যকরী সদস্য-০২ Afsana Hossain Nilasha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *