সামাজিক উদ্যোগটি মূলত কাজ করে রাজশাহী শহরের প্রান্তিক জনগোষ্ঠীর বয়ঃসন্ধীকালীন কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ১,১১০ ব্যাচের সামাজিক উদ্যোগ ‘Reproductive Health Awareness’। করোনাভাইরাস  আক্রমণের  ফলে   সাম্প্রতিক অবস্থায় কর্মহীন পরিবারগুলো কিশোরী মেয়েদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ক্রয়ক্ষমতা হারিয়েছে। এই সময়ে তাদের প্রজনন স্বাস্থ্য এবং তা সম্পর্কিত সুরক্ষা যেনো বিঘ্নিত না হয় সেজন্য তরুণ নেতারা রাজশাহী শহরের শ্রীরামপুর এলাকায় গত ১০ এপ্রিল ২০২০ তারিখে দরিদ্র পরিবারের কিশোরীদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়। এছাড়াও তাদের উদ্যোগে অত্র এলাকায় করোনাভাইরাস বিষয়ে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই উদ্যোগে সহায়তা করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর রাজশাহী সিটি ইউনিট এবং সামাজিক উদ্যোগ ‘Change to learn’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *