12033239_474074479441404_5535457489635758018_nশিক্ষাই তরুণদের সর্বোচ্চ বিকশিত করতে পারে আর তার উপর নির্ভর করছে বাংলাদেশের সর্বোচ্চ সম্ভাবনা। শিক্ষার স্বার্থে রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত ইতিহাস। ১৭ সেপ্টেম্বর সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই।
শিক্ষা কোন পন্য নয় শিক্ষা আমার অধিকার, এই অধিকার সবার, শিক্ষাকে সর্বোস্তরে পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে আসছে ইয়ূথ এন্ডিং হাঙ্গার এর সৃষ্টিলগ্ন থেকেই। তারই ধারা বাহিকতায় এ বছর (২০১৫) ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ঢাকা সাহবাগ, কেন্দ্রীয় জাদুঘরের সামনে আয়োজন করে মানব বন্ধন। মানব বন্ধনে উপস্থিত হয় বিভিন্ন সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ ইয়ূথ মোবিলাইজেশন ইউনিটের জান্নাতুল ফেরদৌস ও আমজাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *