আমরা এখন স্কুলে যাই। আমরা এখন নিয়মিত পড়ালেখা করি। আমরা এখন নিজেকে বড় মনে করি, আর আরও বড় হওয়ার স্বপ্ন দেখি। এই কথাগুলো বলছিলেন কক্সবাজার পাওয়া হাউস এলাকার হতদরিদ্র পরিবারের কিছু শিশুরা। এই শিশুগুলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে স্কুল থেকে ঝরে পড়েছিল। তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল শিক্ষার প্রতি পিতা-মাতার অজ্ঞতা।

তারা শিশুদেরকে বিভিন্ন শারীরিক পরিশ্রমের কাজে যুক্ত করেছিল। ফলে তারা আর স্কুলে যেতনা।কিন্তু তাদের জীবনকে আবার নতুন করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন কক্সবাজার পাওয়ার হাউস এলাকার কিছু ইয়ূথ লিডার। যেখানে ৩০টি স্বপ্ন হারা প্রদীপ নতুন স্বপ্নে বিভোর হয়ে আমাদের ইয়ূথ এর ছোয়ায় আবারো ফিরে এসেছে স্কুলে। গত বছরের নভেম্বর মাসে যা দেখতে এসেছিলেন ছৈয়দ মাসুদ হোসেন ঐবধফ ড়ভ ঝড়পরবঃু, ইৎরঃরংয ঈড়ঁহপরষ. তিনিও আনন্দিত হলেন এ কার্যক্রম দেখে। ইয়ূথ লিডাররা খুবিই খুশি ৩০টি প্রদীপকে স্বপ্নে ফিরিয়ে আনতে পেরে। তাদের প্রত্যশা প্রদ্বীপ গুলোও তাদের লালিত স্বপ্নে আলোকিত করবে পুরো দেশকে।
প্রতিবেদক: বেলাল উদ্দিন জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *