ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে বান্দরবান শিল্পকলা একাডেমির হল রুমে ৪ দিনব্যাপি (১৫-১৮ ডিসেম্বর ২০১৬) কর্মশালা অনুষ্ঠিত হয়।

This slideshow requires JavaScript.

এতে ৩২ তরুন-তরুণীর অংশগ্রহণ করে। সুনাগরিক ও ক্ষুধামুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় একদল তরুন-তরুণীর মধ্যে আত্মজিজ্ঞাসা ও আত্মোপলদ্ধি সৃষ্টি এবং একে অপরের সাথে আস্থা বোঝা পড়া তৈরি দক্ষতা বৃদ্ধির জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

সমাপনি অনুষ্ঠানে বান্দরবানের মানবাধিকার নেত্রি ও সুজন বান্দরবান শাখার সভাপতি ডনাই প্র মার্মা নেলী বলেন, সবাই মানুষ নারী -পুরুষ কোন ভেদাভেদ নেই। মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মই হোক ধর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *