রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পশ্চিম মনিরাম গ্রামে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগ শুরু হয়েছে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম। এতে নেতৃত্ব প্রদান করছেন ইয়ুথ লিডার আসাদুজ্জামান সাগর। তিনি এই কার্যক্রমে যুক্ত করেছেন এলাকার আরও সাত তরুণকে। সাম্প্রতিক পরিস্থিতিতে অসহায় অবস্থায় থাকা পরিবারগুলোকে সহায়তা করার লক্ষ্যে তারা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক সহায়তার আহ্বান জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্নজন মোট ৩০ হাজার টাকা দেন। সংগৃহীত অর্থ দিয়ে গত ৮ এপ্রিল তারা এলাকার অসহায় বিধবা মহিলা, ভিক্ষুক ও নিম্নআয়ের ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রত্যেক পরিবারকে আট কেজি চাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি ডাল, দুইটি সাবান দেওয়া হয়।

ছাড়াও তাদের উদ্যোগে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচারপত্র বিতরণের মাধ্যমে ২০০টি পরিবারকে সচেতন করা হয়। প্রচারপত্র পড়তে পারেন না এমন ৩০ জন ব্যক্তিকে সামাজিক দুরত্ব মেনে তারা প্রচারপত্রটি পড়ে শুনিয়েছেন এবং হাত ধোয়ার কৌশল শিখিয়ে তাদের মধ্যে সাবান বিতরণ করেছেন। জনসচেতনতা সৃষ্টির জন্য তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাতে লেখা ১০০টি পোস্টার লাগিয়েছেন। ইয়ুথ লিডার সাগর ছাড়াও করোনা প্রতিরোধের এই কার্যক্রমে ভূমিকা রাখছেন আশরাফুল আলম, শামীম আহমেদ, শয়ন মিয়া, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, আরমানুজ্জামান সৈকত এবং শামীম মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *