এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং

ক্ষুধা মুক্ত আত্ননির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশায় তরুণদের মেধা দক্ষতায় ও সৃজনশীলতায় সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে নিজ অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন করছে এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং । ২০০৯ সাল থেকে  ব্রিটিশ কাউন্সিলের ও দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগীতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর তরুনেরা দেশের বিভিন্ন অঞ্চলে ও  শিক্ষা প্রতিষ্ঠানে এই ট্রেনিং আয়োজন করে আসছে। এ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয় , জগন্নাথ বিশ্ববিদ্যালয় , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় , রাজশাহী বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , কুমিল্লা বিশ্ববিদ্যালয় , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় , বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডেফোডিল বিশ্ববিদ্যালয় সহ দেশের  বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং আয়োজন করা হয়েছে। এছাড়াও তৃনমূলে বাংলাদেশর ৪৭ টি জেলার বিভিন্ন ইউনিয়নে এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং চলছে।

10603740_286617191536881_2349826672342431101_n 10711083_1499193277001468_7704383674958414538_n  1970445_918341521512592_4520078194784519495_n R01 Jessor ( Magura)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *