প্রশিক্ষণ

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবারভিত্তিতে সমাজের উন্নয়নে কাজ করতে আগ্রহী, যারা কোনও ধরনের অনৈতিক অথবা বেআইনী কার্যক্রমের সাথে যুক্ত নয়, এমন ১৪ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্য হতে পারবে। সদস্যদেরকে অবশ্যই সংগঠনের নীতি-আদর্শ ও কর্মসূচির প্রতি নিষ্ঠাবান হতে হবে।

বাংলাদেশেকে একটি উন্নত, সমৃদ্ধ, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে যারা দেখতে চান, যারা বিশ^াস করেন সারা বিশে^ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের দেশ, যারা ধারণ করেন মুক্তিযুদ্ধের সেই সোনার বাংলা গড়ার প্রত্যয়, যারা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর হতে চানÑইয়ুথ এন্ডিং হাঙ্গার সেই তরুণদের ডাকছে। আসুন, যুক্ত হোন, নিজে বিকশিত হোন, অবদান রাখুন সমাজ বিকাশে।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বিশ^াস করে, আজকের প্রত্যয়ী তারুণ্যই গড়েবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ।