গত ১৩ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের ইয়ুথ লিডার মোঃ আরিফুর রহমান খানের নেতৃত্বে ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার স্থানীয় ইউনিটের নিজস্ব অর্থায়নে গ্রামের ২৬টি অতিদরিদ্র পরিবারের কাছে চাল, ডাল, তেল পৌঁছে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে আরও যুক্ত ছিলেন ইয়ুথ লিডার আরিফুল ইসলাম রানা, রনি, নাঈম, নাবিল, আলামিন প্রমুখ। তারা এই কাজগুলো চলমান রাখার পাশাপাশি আরও বড় পরিসরে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা গ্রামের বিত্তবানদের সাথে আলোচনা করছেন।
