বাংলাদেশের অসংখ্য মানুষ রয়েছে যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত এবং তাদের ভেতরে ৮০ শতাংশ মানুষ রক্তের অভাবে মারা যায়। যারা বেঁচে থাকে তারা থাকে হতাশার সমুদ্রে নিমজ্জিত। এই রোগীদের পাশে দাঁড়ানোর জন্য ইয়ূথ এন্ডিং হাঙ্গার ধানমন্ডি ইউনিট, ইয়ূথ ক্লাব অফ বাংলাদেশ এবং থ্যালাসেমিয়া সমিতির যৌথ আয়োজনে ‘ইয়ূথ ডোনার ডায়েরি’র কার্যক্রমের যাত্রা শুরু হয় দি হাঙ্গার প্রজেক্ট এর কেন্দ্রীয় কার্যালয়ে (মোহাম্মদপুর, ঢাকা)। ইয়ূথ ডোনার ডায়েরির লোগো উন্মোচন করেন দি হাঙ্গার প্রজেক্ট-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট গ্লোবাল কর্মকর্তা মেগান কলনার। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রক্ত যোদ্ধা তৈরি করা, যারা ব্লাড টাইপিং সম্পর্কে দক্ষ হয়ে উঠবে এবং রক্ত দান করে জীবন বাঁচাতে উৎসাহিত করবে। এই রক্ত যোদ্ধারা অনুঘটক হিসেবে কাজ করবে এবং সারাদেশে একটি ‘ইয়ূথ ডোনার ডায়রি’ প্রকাশ করবে এবং এর মাধ্যমে রোগীরা খুব সহজেই রক্তদাতার সন্ধান পাবে। প্রতিবেদক: হুমায়ুন কবির রুমি।