নিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্রান্ত সকলের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি
প্রাথমিক চিকিৎসার ওপর অনুঘটক সৃষ্টির প্রত্যয়ে আয়োজিত হলো ‘কমিউনিটি ফার্স্ট অ্যাইড রেস্পন্ডার’ সহায়ক প্রশিক্ষণ। ২১ মার্চ ২০১৫ ইয়ূথ এন্ডিং হাঙ্গার-এর আয়োজনে এবং ট্রমা লিংক-এর সহায়তায় দি হাঙ্গার প্রজেক্ট-এর কেন্দ্রীয় কার্যালয়ে (মোহাম্মদপুর, ঢাকা) এ দিনব্যাপী এ প্রশিক্ষণ আয়োজিত হয়। ট্রমা লিংক-এর প্রেসিডেন্ট জন মোসলি-এর পরিচালনায় প্রশিক্ষণে ৪০ জন ইয়ূথ লিডার এতে অংশগ্রহণ করেন। জন মোসলি বলেন, ‘একজন স্বেচ্ছাব্রতীর অবশ্যই প্রাথমিক চিকিৎসার ওপর দক্ষতা থাকা প্রয়োজন, যাতে তারা নিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্রান্ত সকলের পাশে দাঁড়াতে পারে।’ প্রসঙ্গত, এর আগে ১২ মার্চ ২০১৫ ট্রমা লিংক এবং দি হাঙ্গার প্রজেক্ট অংশীদারিত্বের ভিত্তিতে কর্মসূচিটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করা হয়।