নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে‘প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম’ শীর্ষক কর্মশালা আয়োজন:
সামাজিক আন্দোলনকে বেগবান করতে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-এর সদস্যরা যে সকল কার্যক্রম হাতে নেয়, তার মধ্যে অন্যতম হলো ‘প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম’ শীর্ষক কর্মশালা পরিচালনা। দেশব্যাপী পরিচালিত এ সকল কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে সামাজিক দ্বায়বদ্ধতা বোধ সৃষ্টি হয়, আত্মনিভর্রশীলতা অর্জনের প্রত্যাশা জাগ্রত হয় এবং তারা প্রতিশ্র“তিবদ্ধ হয়। যার ভিত্তিতে তারা নানামুখী কার্যক্রম গ্রহণ এবং পরিচালনা করেন।
মোহাম্মদপুর, ঢাকা:
‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেখানে তারুণ্য আছে, যেখানে তোমাদের মত উজ্জীবিত তরুণরা আছে সে দেশ কখনোই পিছিয়ে পড়তে পারে না। সমবেত প্রত্যাশার মাধ্যমেই তরুণদেরকে বাংলাদেশকে বদলানোর একটি রূপরেখা তৈরি করতে হবে। তোমাদেরকেই হতে হবে পরিবর্তনের রূপকার। এখানে একঝাঁক নেতৃত্ব উপস্থিত, তোমাদের প্রচেষ্টায় এক নতুন বাংলাদেশের সৃষ্টি হবে।’ ৩০ আগস্ট, ২০১৪ দি হাঙ্গার প্রজেক্ট-এর কেন্দ্রীয় কার্যালয়ে (মোহাম্মদপুর, ঢাকা) অনুষ্ঠিত ‘প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম’ শীর্ষক কর্মশালা এসব কথা বলেন দি হাঙ্গার প্রজেক্ট-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।