শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী:
‘আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না’ এই শ্লোগানকে সামনে ১২ মে, ২০১৪ রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ‘প্রত্যাশা, প্রতিশ্রতি ও কার্যক্রম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইয়ূথ এন্ডিং হাঙ্গার রাজশাহী ইউনিট-এর আয়োজনে কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কলেজের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মাওলা বলেন, ‘পরীক্ষায় শুধু ভাল ফলাফল নয়, একজন ভাল মানুষও হতে হবে। আর ভাল মানুষ হওয়ার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।’
Advertisements