এবছর জুন থেকে এ পর্যন- ৪ টি গণিত উৎসব সম্পন্ন হয়েছে। ৪০৩০ জন ছাত্র-ছাত্রী এতে অংশ নেয় এবং প্রায় ৪০০ জন শিক্ষক, জেলা প্রশাসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক উৎসবের সাথে সম্পৃক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বউদ্যোগী হয়ে উৎসব আয়োজনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে।
ক্রমিক নং | অনুষ্ঠিত হবার তারিখ | স্থানের নাম | অংশগ্রহণকারীর সংখ্যা (ছাত্র-ছাত্রী) | আয়োজক |
১ | ১০-০৬-২০১০ | উপজেলা মিলনায়তন,ফরিদগঞ্জ,চাদঁপুর | ৪৫০ জন | স্থানীয় উজ্জীবক ফোরাম, ফরিদগঞ্জ,চাদঁপুর |
২ | ০৮-০৭-২০১০ | লায়ন ফিরোজুর রহমান রেসি: একাডেমী স্কুল এ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া | ২৫০০ জন (১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান) | লায়ন ফিরোজুর রহমান রেসি: একাডেমী স্কুল এ্যান্ড কলেজ ইউনিট |
৩ | ১৬-০৭-২০১০ | শলুয়া মাধ্যমিক বিদ্যালয়,চারঘাট,রাজশাহী | ৪০০ জন | শলুয়া ইউনিট,চারঘাট,রাজশাহী |
৪ | ১৯-০৭-২০১০ | হেমনগর শশীমুখী মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল | ৬৮০ জন | স’ানীয় উজ্জীবক ও ইয়ূথ সদস্যবৃন্দ |
Advertisements