সুসং রাজা ও সোমেশ্বরী নদীর ইতিহাস খ্যাত সুসং দূর্গাপুরে গত ২৮-৩১ আগস্ট অনুষ্ঠিত হলো ৬০তম ইয়ূথ লিডার্স ট্রেনিং। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা নেত্রকোণা জেলার সুসং দূর্গাপুর একটি দূর্গম এলাকা। সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাও খুব একটা সহজ নয়। বর্ষাকালে সমস্যা আরো প্রকট হয়ে ওঠে। তবে সুসং দূর্গাপুরের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যের খ্যাতি সারা পৃথিবী জুড়ে। এই দূর্গাপুরের ঐতিহ্যবাহী দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজে প্রশিক্ষণটির আয়োজন করা হয়। বৃষ্টির মাঝেও অংশগ্রহণকারীরা যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়াম্যান জনাব আবদুল্লাহ হক, আইনজীবী জনাব এমএ গনি এবং মহিলা ডিগ্রী কলেজের ইংরেজির শিক্ষক রেমও আরেংসহ আরো অনেকেই। ইয়ূথ এক্টিভিস্ট জামিল ও মানিক এবং দি হাঙ্গার প্রজেক্টের কর্মী মাজেদুল ইসলাম ও সুশান্ত সরকার-এর পরিচালনায় এ প্রশিক্ষণে ৪৫ জন অংশগ্রহণকারী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করে।
এই প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে স্থানীয় ভিটিআর সাইফুর রহমান সুলতান, ফজলুল হক ও সিরাজুল ইসলাম সজীব বিশেষ ভূমিকা পালন করেন। দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জনাব সফিকুল ইসলাম তালুকদার, প্রভাষক আব্দুল আজিজ ও দেলোয়ারা বেগম, সাবেক পৌরসভার চেয়ারম্যান কামালপাশা ও উজ্জীবক আব্দুল মতিন দুলাল শেষ দিনে অংশগ্রহণকারীদের মাঝে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন।
আমরা করব জয়-৬৪