ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা:
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-এর আয়োজনে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫ শত প্রতিযোগীর অংশগ্রহণে গণিত উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত। প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিভাগীয় প্রধান (গণিত) আব্দুল কুদ্দুস। প্রতিবেদক: সালমান আহমেদ।