করোনা মহামারী থেকে এলাকার মানুষদের সুরক্ষিত রাখতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার হবিগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোতালিব তালুকদার দুলাল এর নেতৃত্বে ইয়ূথ লিডাররা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। নাম প্রকাশে অনচ্ছিুক একজন প্রবাসীর আর্থিক সহযোগিতায় এপ্রিল মাসে তারা সদর উপজেলার পাইকপাড়া, ফকিরাবাদ, মিঠুরচক, নিজামপুর গ্রামের ৬০টি অতিদিরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। প্রতিটি পরিবারকে তারা সাড়ে তিন কেজি চাল, আড়াই কেজি আলু, এক কেজি করে পিঁয়াজ ও ডাল, ২৫০ গ্রাম রসুন, এক লিটার তেল, আধা কেজি করে লবণ ও ছোলা এবং একটি সাবান দিয়েছেন। এতে মোট খরচ হয়েছে ২৫,০০০ টাকা।

মানবিক সহায়তার এই কর্মসূচি ইয়ুথ লিডাররা ও গ্রামের সমাজিক সংগঠন ‘সাম্যবীণা সমাজকল্যাণ সংস্থা’র সদস্যবৃন্দ যৌথভাবে সম্পন্ন করেছেন।