ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণদের করোনাপ্রতিরোধ কার্যক্রম
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশে এর সদস্য তরুণ স্বেচ্ছাসেবকরা করোনাভাইরাস প্রতিরোধ এবং সাম্প্রতিক পরিস্থিতিতে সংকটগ্রস্থ মানুষের সহায়তায় সারা দেশে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। সামাজিক দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজেদের সুরক্ষিত রেখে নিজেদের এলাকাকে সুরক্ষিত রাখার কাজে নিয়োজিত করেছে। একইসাথে নিজেরা চাঁদা দিয়ে এবং স্থানীয়ভাবে অন্যদের সহায়তা নিয়ে মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করছে।

মেহেরপুর
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের মুন্দা গ্রামে ইয়ুথ সদস্যদের উদ্যোগে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে। ২০১৭ সালে অনুষ্ঠিত ৬৫৮তম ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ব্যাচের ইয়ুথ লিডার মোঃ আশিক আলীর উদ্যোগে গত ১৭ এপ্রিল মুন্দা গ্রামে ১০৫টি পরিবারের বসত ভিটায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। সম্প্রতি চলমান করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে গ্রামকে সুরক্ষিত রাখতে তাদের এই উদ্যোগ।
স্থানীয় গ্রাম উন্নয়ন দলের (ভিডিটি) সহায়তায় চলমান এ কার্যক্রমে সাতজন ইয়ুথ লিডার নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিবেদন:আহসানহাবিব।