আমাদের দুটি সামজিক উদ্যোগ জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। এই দুটি সামাজিক উদ্যোগের বাস্তবায়নের জন্য সিরাজগঞ্জের তামাই সরকারি উচ্চ বিদ্যালয়, প্রভাকর বিদ্যানিকেতন সহ মোট ৩ টি স্কুলে শিক্ষাথী , শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সেমিনার আয়োজন করা হয় ২৯ ও ৩০ আগস্ট,২০১৮।সেখানে শিক্ষাথী , শিক্ষক ও অভিভাবকদের সংখ্যা ছিলো প্রায় ১৮০০ জন। আমরা তাদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করি। এছাড়া আমরা জরায়ু ক্যান্সার সম্পর্কে নারী ও শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতনতা ও জানার পরিধি সম্পর্কে ধারণা গ্রহণের জন্য একটি সার্ভে করি।আমদের উপকরণ ছিলো লিফলেট, ব্যানার,মার্কার,কলম,ব্যানার।ঢাকা থেকে সিরাজগঞ্জে নিজ উদ্যোগে নিজেদের অর্থায়নে এই সার্ভে টা করার আমাদের উদ্দেশ্য ছিলো ঢাকার বাইরে শিশু নির্যাতন ও জরায়ু ক্যান্সারের সচেতনতা সম্পর্কে কতটুকু বা তাদের অবস্থান জানা।