আজ ১৫ই জানুয়ারি ২০১৭, শ্রীমঙ্গলের পূর্বাশা আবাসিক এলাকার কাছাকাছি, ভুড়ভুড়ি চা বাগানের চা শ্রমিকদের স্বাক্ষরত এবং লিখতে ও পড়তে পারা শেখানোর জন্য  ইয়ূথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিটের অস্থায়ী পাঠশালা স্থাপন করা হয়।। অস্থায়ী এই পাঠশালায় প্রতি রবিবার বিকাল তিন ঘটিকায়  পাঠদান কার্যক্রম চলবে।বিনামূল্যে বর্ণমালা শিক্ষার সহায়ক বই ও স্লেট প্রদান করা হবে। এই শিক্ষা উপকরণের সম্পূর্ণ ব্যয় বহন করছে ইউথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিটের সদস্যবৃন্দ। এলাকায় নিরক্ষর মানুষের বিপুল আগ্রহ থাকায় পাঠশালাটি স্থাপন করেছে শ্রীমঙ্গল ইউনিট। আশা করা হচ্ছে এ উদ্যোগের মাধ্যমে ঐ এলাকার নিরক্ষর মানুষের সংখ্যা শূণ্যতে আনা সম্ভব হবে।

This slideshow requires JavaScript.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *