This slideshow requires JavaScript.

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা ইউনিটের উদ্যোগে গত ১২ জানুয়ারী ২০১৮ ১ম বারের মত রাঙ্গামাটিতে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড এর আয়োজন করা হয়। রাঙ্গামাটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আব্দুল আলী একাডেমী প্রাঙ্গনে উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের দুটি দলে ভাগ করে সুশৃঙ্খল ভাবে প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাফর আহমদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী। এছাড়া উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার প্রায় অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
যেসকল ইয়ুথ লিডার রা এই আয়োজন করেন তারা হলঃ সাজিয়া জাহান চৌধুরী সানজি, মোঃ সাহাদাত হোসাইন, মোঃ ওমর ফারুক সুজন, আজাদুল ইসলাম জিসাত, মাহফুজা আক্তার, রোশমী দেব নাথ এবং প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *