যশোর জেলার মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামের ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইউনিটের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত ১৭ এপ্রিল জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। শ্যামনগর গ্রামে বসবাসকারী ১,৬০০ জন মানুষকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে তরুণদের এই উদ্যোগ। গ্রামের ২৫০টি বসত ভিটায় ইয়ুথ লিডার ফারুক আহম্মদ এর নেতৃত্বে আটজন ইয়ুথ লিডারের সহযোগিতায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়।

এছাড়াও একই উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া গ্রামের ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইউনিট ও গ্রাম উন্নয়ন দলের (ভিডিটি) উদ্যোগে গ্রামের নারীদের সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। কার্যক্রমটির মধ্যদিয়ে গ্রামের ২০ জন নারী হাত ধোয়ার সঠিক পদ্ধতি জানতে পেরেছেন, যারা তাদের পরিবারের সকলের যথাযথভাবে হাত ধোয়া নিশ্চিত করবেন।। ইয়ুথ লিডার মোঃ আবু সাঈদের নেতৃত্বে উদ্যোগটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন ইয়ুথ লিডার তাহমিনা, পলাশ, কাজল, গৌতম প্রমুখ |
