“সবাই মিলে শপথ করি, করোনাভাইরাসমুক্ত গ্রাম গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা ইয়ুথ এন্ডিং হাঙ্গারের কর্মশালা সম্পাদক তানভীর আহম্মেদ সজিব এর নেতৃত্বে ৩১ মার্চ ২০২০ তারিখে তার নিজ গ্রাম কুসিন্দাসহ বৈইলট ও চঙ্গশিমুলিয়া গ্রামে ২০ জন স্থানীয় যুবককে সাথে নিয়ে জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়। করোনাভাইরাস সংক্রমণ রোধে তারা ১ মার্চ থেকে ৩ মার্চ উল্লেখিত তিনটি গ্রামের ২০০টি পরিবারের মানুষের মাঝে সাবান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এছাড়াও মানিকগঞ্জ জেলা ইয়ুথ এন্ডিং হাঙ্গারের যুগ্ম-সমন্বকারী মো: মাকছুদুর রহমান শুভ এর নেতৃত্বে এবং শিক্ষক মোঃ চান মিয়ার সহযোগিতায় ছুটিভাগবাউর গ্রামের বাড়িগুলোতে টিউবওয়েলে পাশে সাবান দেওয়া, বার বার হাত ধোয়ার জন্য তাগিদ দেওয়া এবং লিফলেট বিতরণ করা হয়। একইসাথে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় এবং বর্জনীয় বিষয় সাধারণ মানুষকে অবগত করা হয়।

