ইয়ুথ এন্ডিং হাঙ্গার লালমনিরহাট জেলার কাঞ্চনশ্বর ইউনিট করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইয়ুথ লিডারদের উদ্যোগে গ্রামের ৩৫টি বাড়ি, বাজার এবং মসজিদে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়াও করোনা থেকে সুরক্ষা বিষয়ে তারা স্থানীয় মানুষদের পরামর্শ দিয়ে আসছেন। ইউনিটের সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, ভবিষ্যতে তারা নিজেদের অর্থায়নে ৩০টি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করবেন এবং স্থানীয় প্রশাসনের কাজেও যুক্ত থাকবেন। গত ১০ এপ্রিল শুরু হয়ে এই কার্যক্রম অব্যহতভাবে চলছে।

প্রতিবেদক: মোঃ তারিফ-উল ইসলাম তানিন