
ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজবাড়ী জেলার সাবেক কো-অর্ডিনেটর সাগর আহমেদ এর উদ্যোগে
রাজবাড়ী সদর উপজেলার মৃগী ইউনিয়নে অসচ্ছল খেটে খাওয়া মানুষের কাছে উপহার সামগ্রী হিসেবে খাদ্য উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। কার্যক্রমটি তারা মানুষের অগোচরে রাতের বেলায় সম্পাদন করে। প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি আলু, এক কেজি এক কেজি ডাল, এক কেজি তেল এবং একটি সাবান দেওয়া হয়। এ পর্যন্ত তারা ৫০টি পরিবারকে সহযোগিতা করেছেন।
এই মানবিক উদ্যোগে যুক্ত রয়েছেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজবাড়ী জেলার সমন্বয়ক আনিস আহমেদ, কামরুল ইসলাম, রাকিব আহমেদ প্রমুখ। ইয়ুথ লিডারদের নিজেদের দেওয়া চাঁদার পাশাপাশি এই কাজে আর্থিক সহায়তা করেন স্বপন হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল এবং রাজনৈতিক নেতা নূরে আলম সিদ্দিকী হক।

প্রতিবেদ: সাগর আহমেদ, রাজবাড়ী