জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্য মোঃ সেলিম রেজা তার নিজ এলাকা চুয়াডাঙ্গা জেলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১৫ জন স্বেচ্ছাসেবীকে সাথে নিয়ে জীবাণুনাশক স্প্রে, ১০০টি দরিদ্র পরিবারে সাবান বিতরণ এবং সচেতনতা তৈরির কাজ করেছেন। গত ৯ ও ১০ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজার, শালিকা ও মোচাইনগর গ্রামে এই কর্মসূচি পরিচালিত হয়।

এছাড়াও তারা গ্রামবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে সচেতন করতে তাদের কর্মসূচি দু’টি ফেসবুক আইডি থেকে লাইভ প্রচার করেন, যা ১,০০০ এর অধিক বার দেখা হয়েছে।