এপ্রিলের শুরু থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইয়ুথ লিডারদের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী, বাজার এবং শালিকা গ্রামে জীবাণুনাশক স্প্রে, নিজেদের উদ্যোগে ত্রাণ বিতরণ এবং সাবান বিতরণ করছেন একদল উদ্যমী স্বেচ্ছাসেবক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইয়ুথ লিডার মোঃ সেলিম রেজা জানান, গ্রামের মানুষদের মাঝে সচেতনতার অভাব থাকায় আমরা প্রথমে সচেতনতা তৈরির কাজ শুরু করি। এছাড়াও আমাদের উদ্যোগে ত্রাণ বিতরণ, সাবান বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবীরা আসমানখালী বাজার, মোচাইনগর গ্রাম এবং শালিকা গ্রামের প্রায় ২০০০ বাড়িতে জীবাণুনাশক স্প্রে করেছেন এবং নিম্ন আয়ের মানুষের মাঝে ২৫০টি সাবান এবং ৬০টি পরিবারে ত্রাণ বিতরণ করেছেন।

এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইয়ুথ লিডার এমকে সোহাগ, ঢাকা কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামাল উদ্দিন শোভন, মোচাইনগর গ্রামের সোহেল, শান্তি, তুষার, জায়েদ, শালিকা গ্রামের রাকিব, রাসেল, মিরাজ, আকাশ, আশিক, টিটো, হাসান, ফারুক, নোমান, সাগর, তরিকুল প্রমুখ। উল্লেখ্য ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১২ এপ্রিল, এবং ১৪ এপ্রিল আসমানখালী এলাকায় জীবাণুনাশক স্প্রে এবং সচেতনতা তৈরি করা হয় এই টিমের মাধ্যমে।