২৩ এপ্রিল ইয়ুথ ইন্ডিং হাঙ্গারের নাটোর জেলার গুরুদাসপুর শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ইউনিটের সদস্য কাজল, সাজু, সাগর-এর নেতৃত্বে এক দল তরুণ গুরুদাসপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড, বিলচরন, পার গুরুদাসপুর, কলেজের পার্শ্ববর্তী এলাকা জীবাণুমুক্তকরণের জন্য জীবাণুনাশক স্প্রে করেন। তাদের নিজস্ব প্রচেষ্টায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে তারা এই কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় সমাজসেবীদের সহায়তা নিয়ে সংগ্রহ করেন স্প্রে মেশিন। এলাকার সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যাক্তিরা তাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য উৎসাহিত করেন।
ইয়ুথ ইন্ডিং হাঙ্গারের গুরুদাসপুর কলেজ ইউনিটের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার চেতনা থেকে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

