সামাজিক দুরত্ব বজায় রেখে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০ বিক্রেতার অংশগ্রহণে নিয়ে হাটে বেচাকেনা চলে। গত ৮ এপ্রিল ২০২০ তারিখে কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানার অনুমতি সাপেক্ষে ইয়ুথ লিডাররা এই অভিনব উদ্যোগটি গ্রহণ করে।

মেহেরপুর জেলা কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশের নেতৃত্বে চুন দিয়ে দাগ টেনে সব ব্যাবসায়িদের জন্য বক্স আকারে জায়গা নির্ধারন করে দেয়া হয়। এছাড়াও ইয়ুথ লিডাররা মাইকের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতাকে সচেতন করে তোলে এবং কোনো ধরনের জমায়েত না করার অনুরোধ জানায়। প্রতিটা দোকান ২০/১০ ফিট দূরত্বে বসে এবং সবাই দূরত্ব বজায় রেখে একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। এছাড়াও পলাশ হ্যান্ড মাইক দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কি করণীয় তা প্রচার করেন।
প্রতিবেদক : রাকিবুল ইসলাম রকি, যশোর অঞ্চল