রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া সরকারপাড়া গ্রামে ইয়ূথ লিডার দয়াল চন্দ্র রায় এর নেতৃত্বে ইয়ূথ লিডার কনক মোহন্ত ও আনন্দ রায় এলাকার শিশুদের করোনা প্রতিরোধে ঘরে থাকা ও স্বাস্থ্য সুরক্ষামূলক জীবনাচরণ শেখানোর কার্যক্রম হাতে নিয়েছেন। দলবেঁধে খেলায় মেতে থাকা শিশুদের বাড়িতে থাকার পরামর্শ, একে অন্যের সাথে দুরত্ব বজায় রাখা, হাঁচি কাশি দেওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে চলার কৌশল শেখান তারা। এছাড়াও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যেস গড়ে তুলতে শিশুদের তারা সাবান পানি দিয়ে হাত ধোয়ার কৌশল শিখিয়ে দেন এবং হাত ধোয়ার চর্চা করান।

শিশুদের স্বাস্থ্যকর জীবনাচরণে অভ্যস্ত করার উদ্যোগটি বাস্তবায়নের জন্য গত ৪ মে পাড়ার একটি বাড়ির প্রশস্ত উঠানে সবাইকে সমবেত করা হয়। সেখানে প্রত্যেকের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে দাগ কেটে স্থান চিহ্নিত করে দেওয়া হয়। এরপর ইয়ুথ লিডার দয়াল চন্দ্র হ্যান্ড মাইক দিয়ে সকলকে সঠিকভাবে হাত ধোয়ার নির্দেশনা দেওয়ার পর এক এক করে সকলকে ডেকে তাদের সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়া শেখানো হয়। এক্ষেত্রে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া এবং একে অন্যের সাথে দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা হয়। এই কার্যক্রমে ৪৭ জন শিশু অংশগ্রহণ করে। তারা যাতে এ বিষয়গুলো যথাযথভাবে মেনে চলে, এ ব্যাপারে তাদের অভিভাবকদের সাথেও আলোচনা করা হয়।