ইয়ূথ এন্ডিং হাঙ্গারের কর্ম-কৌশল
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ সূচনালগ্ন থেকে ২০১২ পর্যন- যে সকল ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে কার্যক্রম চালিয়ে আসছিল তারমধ্যে এবছর ৮০ টি ইউনিয়নে নিবীড় ভাবে কাজ করার সিদ্ধান- নিয়েছে। এই ৮০টি ইউনিয়নে সর্বোচ্চ ফলাফল সৃষ্টির জন্য কাজ করবে। ইতোমধ্যে সকল ইউনিয়নে এর জন্য প্রযোজন হবে ওয়ার্ড ভিত্তিক হাঙ্গার প্রজেক্ট এর সকল সামাজিক ইউনিট/ শক্তি সমূহ সৃষ্টি করা। সে কারনে হাঙ্গার প্রজেক্ট এর অন্যান্য শাখার মত ইয়ূথ এন্ডিং হাঙ্গারও ঐ ৮০ টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিট গঠনের মাধ্যমে অন্যান্য সহায়ক শক্তির সহযোগী হিসেবে গড়ে তোলার বিষয়ে সভায় আলোচনা করা হয়। এক্ষেত্রে বিভাগীয় পর্যালোচনা সভায অংশগ্রহনকারী ইয়ূথ সদস্যদের এ সংক্রান- মতামত, প্রস-াবনা ইত্যাদিও আলোচিত হয়। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এলাকা ভিত্তিক এক বা একাধিক কর্মশালার মাধ্যমে ১টি ইউনিট গঠিত হবে।
১। ১টি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৯টি ইউনিট গঠিত হবে। যে ইউনিট গুলোর সমন্বয়ে ১টি ইউনিয়ন ভিত্তিক কমিটি হবে, যা লোকাল ইয়ূথ কাউন্সিল নামে পরিচিত হবে। এই কমিটির সদস্য হবেন প্রত্যেক ইউনিট এর প্রতিনিধি সদস্যরা (৯টি ওর্য়াড ইউনিট* প্রত্যেক ইউনিট হতে ৩ জন প্রতিনিধি = মোট ২৭ জন )। এই কাউন্সিল প্রতি মাসে ১বার ইউনিয়ন ভিত্তিক ফলোআপ মিটিং করবে এবং ইউনিট ভিত্তিক মাসিক পরিকল্পনা ও অর্জন এলাকা সমন্বয়কারীর পরিকল্পনার সাথে যুক্ত করবেন;
২। লোকাল ইয়ূথ কাউন্সিল ইয়ূথ এন্ডিং হাঙ্গারের সকল কার্যক্রমের পাশাপাশি দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর অন্যন্য সামাজিক ইউনিট বা সহায়ক শক্তির সহায়ক হিসেবে কাজ করবে। যেমন: ইয়ূথ ইউনিট সদস্যরা স্ব স্ব ওয়ার্ডে যে এ্যাকশান টিম গঠন হবে তার সদস্য হিসাবে কাজ করবে ;
৩। ইউনিয়নে ইয়ূথ লিডারশিপ ট্রেনিং/এ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশিপ ট্রেনিং / গণিত উৎসব সহ এ জাতীয় কর্মসূচীর পূর্বে লোকাল ইয়ূথ কাউন্সিল গঠন করাকে ঐ সকল কার্যক্রমের ক্ষেত্র প্রস’তি বা মান নিশ্চত করনের প্রস’তি হিসাবে ধরে নেওয়া হবে;
৪। ১টি উপজেলার ২টি ইউনিয়নে লোকাল ইয়ূথ কাউন্সিল গঠিত হলে তার সমন্বয়ে উপজেলা ইয়ূথ কাউন্সিল গঠিত হবে;
৫। ১টি জেলার ২টি উপজেলায় উপজেলা ইয়ূথ কাউন্সিল গঠিত হলে তার সমন্বয়ে জেলা ইয়ূথ কাউন্সিল গঠিত হবে;
৬। ২০১২ সালের তালিকাভূক্ত ৮০ টি ইউনিয়নের বাইরে যেসকল ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পর্যায়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গারের কার্যক্রম বর্তমান রয়েছে সেসকল ক্ষেত্রে এই কর্মকৌশলের মাধ্যমে কাঠামো গড়ে তোলা হবে। তবে শহর পর্যায়ে ওয়াডর্ এলাকা বৃহৎ হওয়ার কারনে সমস্ত ওয়ার্ড মিলে ইউনিট গঠন সম্ভব না হলে ওয়ার্ড ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ইউনিট গঠন করে লোকাল ইয়ূথ কাউন্সিল গঠন করা যাবে। তবে ৮০ টি ইউনিয়নের বাইরেও সম্ভাবনাময় স’ানগুলি ও এ্যাকটিভ সিটিজেনস কমিউনিটিতে ইয়ূথের পূর্বের কার্যক্রম অব্যাহত থাকবে।
৭। এবছর তালিকাভূক্ত ৮০ টি ইউনিয়নের মধ্যে ৪০ টি ইউনিয়নে এ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশিপ ট্রেনিং এবং ৪০ টি ইউনিয়নে ইয়ূথ লিডার্স ট্রেনিং অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণগুলি সুষ্ঠু ও সুন্দরভাবে সমন্বয় করার জন্য খুব দ্রুতই ১ টি এ্যাকটিভ সিটিজেনস সহায়ক প্রশিক্ষণ এবং ১ টি এ্যাকটিভ সিটিজেনস রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।