“সবাই মিলে শপথ করি, করোনাভাইরাসমুক্ত গ্রাম গড়ি”-এই শ্লোগান নিয়ে গতকাল ৫ এপ্রিল ২০২০ তারিখে নেত্রকোণার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর নেতা প্রণয় দেবনাথ বাপ্পী’র নেতৃত্বে ১৪ জন স্বেচ্ছাব্রতী ইয়ুথ লিডার তাদের নিজস্ব উদ্যোগে রায়দুম রুহি গ্রামে জীবাণুনাশক প্রয়োগ করেন। এসময় তারা এলাকার মানুষকে করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন পরামর্শ দেন। এই উদ্যমী তরুণ নেতাদের মধ্যে ছিলেন বৃষ্টি দেবনাথ, স্বাস্থ্য মিয়া, নাজিম উদ্দীন, নূর মোহাম্মদ, একা দেবনাথ, কমা দেবনাথ, সজিব দেবনাথ প্রমুখ।
