যখন করোনা মহামারীর লকডাউনেও মানুষ সচেতন নয়, সে সময় এলাকার মানুষকে সচেতন হওয়ার জন্য কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের একদল ইয়ুথ লিডার নিজেদের হাতের তৈরি ফেস্টুন লাগাতে ব্যস্ত। করোনা মহামারীর প্রকোপ দিন দিন বৃদ্ধি পেলেও গ্রামের মানুষেরা এখনও সচেতন নয়। ঢেমুশিয়া ইউনিয়নের প্রাণ কেন্দ্র জমিদার পাড়া স্টেশনসংলগ্ন বাজারে বিকেলে সেই আগের মতোই দশগ্রামের লোকসমাগম ঘটে। ইয়ুথ ইন্ডং হাঙ্গারের স্থানীয় ইউনিটের সদস্য কাশেমদের মতো দায়িত্বশীল তরুণেরা এ অবস্থার পরিবর্তন করার উপায় খোঁজেন। তারা অসচেতন মানুষদের সচেতন করার মাধ্যমে জনসমাগম বন্ধ করার জন্য সচেষ্ট হন। ঢেমুশিয়া ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর সাবেক এবং বর্তমান সদস্যরা মিলে নিজেদের হাতে ফেস্টুন তৈরি করে পুরো স্টেশনসংলগ্ন বাজারে লাগিয়ে দেন। করোনাভাইরাস থেকে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখতে ঘরে থাকার আহ্বান জানান তারা। তাদের এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষ ভালোভাবে নেয় এবং এর ফলে বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার চর্চা এবং অপ্রয়োজনে গল্পগুজব করার প্রবণতা অনেকটা কমে গেছে।
