৯ এপ্রিল তারিখে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের প্রবাসী এক ভাইয়ের আর্থিক সহযোগিতায় এবং ইয়ুথ লিডার মোতালিব তালুকদার দুলাল-এর নেতৃত্বে করোনাভাইরাস প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়। গ্রামের সমাজিক সংগঠন ‘সাম্যবীণা এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার হবিগঞ্জ ইউনিটের সদস্যবৃন্দের অংশগ্রহণে গ্রামের রাস্তাগুলোতে জীবাণুনাশাক স্প্রে করা হয়। একই সাথে গ্রামের মানুষদের মধ্যে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রচার করা হয়।
