মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইউনিটের নেতৃত্বে রামনগর গ্রামে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত ২০ এপ্রিল ইয়ুথ লিডাররা ৩০টি পরিবারকে এই সহায়তা প্রদান করেন। গ্রামের এই পরিবারগুলো যাতে সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে রাতেরবেলা গোপনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ইয়ুথ লিডার সবুজ আহমেদ ও রাকিবুল ইসলাম রকির নেতৃত্বে ছয় জনের একটি টিম এই কাজটি সম্পন্ন করেছে। ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগী তরুণেরা জানান, দরিদ্র শ্রমিক শ্রেণীর মানুষের জন্য তাদের এই উদ্যোগ চলমান থাকবে।